রুকইয়াহ সেবা প্রকল্প
Menu
  • হোম পেইজ
  • রুকইয়াহ পোষ্ট
  • রুকইয়াহ অডিও ডাউনলোড
  • রুকইয়াহ পিডিএফ ডাউনলোড
  • যোগাযোগ
Menu

পোষ্ট ৪ঃ জ্বিন দ্বারা আক্রান্ত হবার লক্ষনসমূহঃ

Posted on 16/06/2020 by ruqyahbd

জ্বিন দ্বারা আক্রান্ত হবার লক্ষনগুলোকে দু’ভাগে ভাগ করা যায়।

যথাঃ-
ক) ঘুম সংক্রান্ত লক্ষনসমূহ

১। নিদ্রাহীনতা: যার জন্য সারারাত শুধু বিশ্রাম নেয়াই হয়, ঘুম হয়না।
২। উদ্বিগ্নতা: যার জন্য রাতের বেশিরভাগ সময়ই না ঘুমিয়ে কাটানো।
৩। বোবায় ধরা: ঘুমের সময় কেউ চেপে ধরেছে, নড়াচড়া করতে পারছে না। প্রায়ই এমন হওয়া।
৪। ঘুমের মাঝে প্রায়শই চিৎকার করা, গোঙানো, হাসি-কান্না করা
৫। ঘুমন্ত অবস্থায় হাটাহাটি করা (Sleepwalking)
৬। স্বপ্নে কোনো প্রাণিকে আক্রমণ করতে বা ধাওয়া করতে দেখা। বিশেষতঃ কুকুর, বিড়াল, ইঁদুর, উট, সিংহ, শিয়াল, সাপ
৭। স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো যায়গা থেকে পড়ে যেতে দেখা।
৮। কোনো গোরস্থান বা পরিত্যক্ত স্থান অথবা কোনো মরুভূমির সড়কে হাটাচলা করতে দেখা।
৯। বিশেষ আকৃতির মানুষ দেখা। যেমন: অনেক লম্বা, খুবই খাটো, খুব কালো কুচকুচে ইত্যাদি।
১০। জ্বিন-ভুত দেখা।

 

খ) জাগ্রত অবস্থার লক্ষনসমূহ

১। দীর্ঘ মাথাব্যথা (চোখ, কান, দাত ইত্যাদি সমস্যার কারণে নয়, এমনিই)
২। ইবাদত বিমুখতা: নামাজ, তিলাওয়াত, যিকির আযকারে আগ্রহ উঠে যাওয়া। মোটকথা, দিনদিন আল্লাহর থেকে দূরে সরে যাওয়া।
৩। মেজাজ বিক্ষিপ্ত হয়ে থাকা, কিছুতেই মন না বসা..
৪। ব্যাপক অলসতা; সবসময় অবসন্নতা ঘিরে রাখা
৫। মৃগীরোগ।
৬। শরীরের কোনো অংঙ্গে ব্যাথা কিংবা বিকল হয়ে যাওয়া। ডাক্তাররা যেখানে সমস্যা খুজে পেতে বা চিকিৎসা করতে অপারগ হচ্ছে।

সতর্কতাঃ এখান থেকে দুই-চারটি লক্ষণ মিলে গেলে নিজেকে জিনের রোগী ভাবার কোন কারণ নেই। যদি দীর্ঘদিন ধরে এই ধরনের সমস্যা থাকে তাহলে ভিন্ন কথা।

ক্যাটাগরিঃ

  • ১. রুকইয়াহ বিষয়ে জরুরি জ্ঞাতব্যঃ
  • ২. অতিরিক্তঃ রুকইয়াহ ঘনিষ্ঠ বিষয়ঃ
  • ৩. বদনজর বিষয়ক রুকইয়াহ অধ্যায়ঃ
  • ৪. যাদু-টোনা বিষয়ক রুকইয়াহ অধ্যায়ঃ
  • ৫. জ্বিন বিষয়ক রুকইয়াহ অধ্যায়ঃ
  • ৬. ওয়াস-ওয়াসা বিষয়ক রুকইয়াহ অধ্যায়ঃ
  • Uncategorized
  • গুরুত্বপূর্ণ প্রাথমিক প্রেসক্রিপশন

সার্চ করুনঃ

রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ

গ্রুপে প্রবেশ করতে এখানে ক্লিক করুন

বিশেষ প্রয়োজনেঃ

(মোবাইল,ইমু,ওয়াটসআপ) কামরুল ইসলাম +968 71551688 এবং মুফতী মাহমুদ সেলিম +88 01723501455
  • জ্বিন, যাদু, বদ নজর, ওয়াসওয়াসা (প্যারানরমাল জাতীয়) ইত্যাদির চিকিৎসায় ইসলাম সম্মত ঝাড়ফুঁক তথা রুকইয়াহ শারঈয়্যাহ।
©2023 রুকইয়াহ সেবা প্রকল্প | Design: Newspaperly WordPress Theme