পোষ্ট নং-৯৬
সরাসরি রুকইয়াহ করানোঃ কঠিন এবং পুরাতন (দীর্ঘদিন ধরে ভুক্তভোগী) রোগীদের জন্য রুকইয়হ শারঈয়াহ দ্বারা দ্রুত ও কার্যকরী ফলাফল লাভ করার জন্য সরাসরি রাক্কী বা আমলদার কাউকে দিয়ে রুকইয়াহ করানোটা সর্বোত্তম পদ্ধতি।
কোন ধরনের রোগীদের জন্য সরাসরি রুকইয়াহ করানো জরুরিঃ
১. কিছু কিছু যাদুর ক্ষেত্রে বড় সমস্যা হচ্ছে যে, যাদু-টোনা গুলো জ্বিন দিয়ে করা হয়, পাশাপাশি মানুষ কর্তৃক সাধারণ যাদুও করা হয়, অর্থাৎ জ্বিন ও মানুষ কর্তৃক যাদু দ্বারা একইসাথে আক্রান্ত করা হয়ে থাকে]
২. এসব ক্ষেত্রে দিনের পর দিন সেলফ রুকইয়াহ করেও তেমন কোনো ফলাফল পরিলক্ষিত হয়না, তাই এ জাতীয় সমস্যায় কাউকে দিয়ে সরাসরি রুকইয়াহ করানো খুবই জরুরি।
৩. রুকইয়াহ এবং এর পাশাপাশি হিজামা করালে অনেক বেশি উপকার পাওয়া যাবে ইনশাআল্লাহ।
★ সরাসরি রুকইয়াহ আপনি কাকে দিয়ে করাবেন?
প্রথমতঃ
(১) আপনাদের নিজেদের পরিবার বা আত্বীয়-স্বজনদের মধ্যে কোনো মাদ্রাসায় পড়ুয়া ছাত্র বা কোনো আলেম/হাফেজ অথবা রুকইয়া করতে পারবে এমন কেউ থাকলে তাকে দিয়ে সরাসরি রুকইয়াহ করিয়ে নিন।
(২) এমন কেউ না থাকলে নিকটস্থ মসজিদ-মাদ্রাসার হুজুরদের থেকে কারো মাধ্যমে রুকইয়াহ করিয়ে নিন।
(৩) এটাও সম্ভব না হলে আপনি কোনো প্রফেশনাল রাক্কী/আলেম এর সাথে যাগোযোগ করে তাদের মাধ্যমে রুকইয়াহ করিয়ে নিন।
(৪) উপরের কোনোটাই সম্ভব না, তারপরও আপনার জন্য রাস্তা খোলা আছে, তাহলে নিজে নিজে এই সমস্যার জন্য সেলফ রুকইয়া করেও ভালো ফলাফল পাবেন ইনশাআল্লাহ, তবে এজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে।
দ্বিতীয়তঃ
এই যাদুর চিকিৎসার ক্ষেত্রে কিউর হতে অনেকের লম্বা সময় লাগে, এজন্য ধৈর্যহারা হওয়া যাবেনা, আল্লাহ তায়ালার উপর বিশ্বাস ও পূর্ণ ভরসা রেখে সবরের সাথে চিকিৎসা চালিয়ে যেতে হবে।
মনে_রাখবেন,
আপনার শত্রু আপনার ক্ষতি করলেই সফল হয়ে যায়না, সে তখনই সফল হয়, যখন আপনি সমাধানের ব্যাপারে হাল ছেড়ে দেন, শয়তান আপনাকে দিয়ে গুনাহ করালেই সফল হয়না, বরং শয়তান তখনই সফল হয়, যখন আপনি নিরাশ হয়ে তাওবা করা ছেড়ে দেন, এজন্য একবার যদি বুঝতে পারেন সমস্যা আছে, তবে এর শেষ না দেখে ছাড়বেন না।
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে দুনিয়া-আখেরাতে কল্যান দান করুন, সর্বাবস্থায় হেফাজত করুন, আমীন।
সংকলনেঃ Kamrul Islam
কৃতজ্ঞতায়ঃ রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ
