পোষ্ট নং- (রুকইয়াহ-০৫)
﷽
#রুকইয়ার_জন্য_কিভাবে_নিয়ত_করবেনঃ
নিয়তের গুরুত্ব অনেক বেশিঃ
রুকইয়ার জন্য নিয়ত ঠিক করে নিন এভাবেঃ
—————————–
নিয়ত_নং_এক (১)
ইয়া আল্লাহ,, আপনার নামে এবং একমাত্র আপনার উপরই ভরসা করে রুকইয়াহ শুরু করছি…আমার যদি জ্বিন অথবা মানুষ কর্তৃক বদ-নজর এর সমস্যা হয়ে থাকে, তা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে সুস্থ হওয়ার নিয়তে এই রুকইয়ার আমলগুলো করছি, ইয়া আল্লাহ! আপনার শেফা ও অনুগ্রহ দ্বারা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন।
—————————–
নিয়ত_নং_দুই (২)
ইয়া আল্লাহ,, আপনার নামে এবং একমাত্র আপনার উপরই ভরসা করে রুকইয়াহ শুরু করছি… আমার যদি জ্বিন অথবা মানুষ কর্তৃক যাদুটোনা সংক্রান্ত কোনো প্রকারের সমস্যা হয়ে থাকে, তা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে সুস্থ হওয়ার নিয়তে এই রুকইয়ার আমলগুলো করছি, ইয়া আল্লাহ! আপনার শেফা ও অনুগ্রহ দ্বারা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন।
—————————–
নিয়ত_নং_তিন (৩)
ইয়া আল্লাহ,, আপনার নামে এবং একমাত্র আপনার উপরই ভরসা করে রুকইয়াহ শুরু করছি…আমার যদি জ্বিনের আছর এর সমস্যা থেকে থাকে, তা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে সুস্থ হওয়ার নিয়তে এই রুকইয়ার আমলগুলো করছি, ইয়া আল্লাহ! আপনার শেফা ও অনুগ্রহ দ্বারা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন।
—————————–
নিয়ত_নং_চার (৪)
ইয়া আল্লাহ,, আপনার নামে এবং একমাত্র আপনার উপরই ভরসা করে রুকইয়াহ শুরু করছি…আমার ওয়াসওয়াসা সংক্রান্ত সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে সুস্থ হওয়ার নিয়তে এই রুকইয়ার আমলগুলো করছি, ইয়া আল্লাহ! আপনার শেফা ও অনুগ্রহ দ্বারা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন।
—————————–
নিয়ত_নং_পাঁচ (৫)
ইয়া আল্লাহ! আপনার নামে এবং একমাত্র আপনার উপরই ভরসা করে এই রুকইয়ার আমল শুরু করছি, আমার যদি জ্বিন অথবা মানুষ কর্তৃক (বদনজর-যাদুটোনা বা জ্বিনের আছর সংক্রান্ত) কোনো সমস্যা হয়ে থাকে, তা থেকে মুক্ত হয়ে সুস্থ হওয়ার জন্য এই আমলগুলো করছি, ইয়া আল্লাহ! আপনার শেফা ও অনুগ্রহ দ্বারা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন।
—————————–
নিয়ত_নং_ছয় (৬)
ইয়া আল্লাহ,, আপনার নামে এবং একমাত্র আপনার উপরই ভরসা করে রুকইয়াহ শুরু করছি…আমার এই.… (আপনার সমস্যার কথাগুলো মনে মনে উল্লেখ করে নিবেন) সমস্যা থেকে পরিপূর্ণ মুক্ত হয়ে সুস্থ হওয়ার নিয়তে এই রুকইয়ার আমলগুলো করছি, ইয়া আল্লাহ! আপনার শেফা ও অনুগ্রহ দ্বারা আমাকে পরিপূর্ণ সুস্থ করে দিন।
—————————–
* নিয়ত করতে হবে সমস্যা থেকে মুক্ত হয়ে সুস্থতা লাভের জন্য।
* বিয়ের জন্য, স্বামী-স্ত্রীর সম্পর্ক বাড়ানোর জন্য, কারো সাথে সম্পর্ক বিচ্ছেদের জন্য, বাচ্চা হওয়ার জন্য, ভালো কোনো জব বা ব্যাবসায়ের উন্নতির জন্য এ জাতীয় কিছু নির্দিস্ট করে নিয়ত করে রুকইয়াহ না করাই ভালো, সুস্থতা লাভ করাটাই রুকইয়ার মূল উদ্দেশ্য, আর মুনাজাতে আপনার যা যা প্রয়োজন তা মন ভরে চাইবেন আল্লাহর কাছে।
(ক). সুস্থতা লাভের জন্য “রুকইয়াহ”
(খ). প্রয়োজনীয় কিছু পাওয়ার জন্য “মুনাজাত”
* রুকইয়ার কাজ হচ্ছে আপনার চলার পথে, যে সমস্যার কারনে বাধাগ্রস্থ (রোগ বা ক্ষতিগ্রস্থ) হয়েছেন, সে বাঁধাগুলো দূর করে আবার আপনাকে আপনার স্বাভাবিক অবস্থানে (আগের অবস্থানে) ফিরিয়ে আনার জন্য শরিয়াহ সম্মত চিকিৎসা পদ্ধতি।
—————————–
নিয়ত_কি_এবং_এতো_গুরুত্বপূর্ণ_কেনো?
—————————–
নিয়ত সম্পর্কে মহান রাব্বুল আলামীন পবিত্র কুরআন মজীদে বলেন, ‘ قُلْ كُلٌّ يَعْمَلُ عَلَىٰ شَاكِلَتِهِ فَرَبُّكُمْ أَعْلَمُ بِمَنْ هُوَ أَهْدَىٰ سَبِيلًا }
বলে দাও, প্রত্যেকেই নিজ নিজ নিয়ত অনুযায়ী কাজ করে।’ (বনী ইসরাইল ৮৪)
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন,
إنَّمَا الأعْمَالُ بِالنِّيَّاتِ وَ إنَّمَا لِكُلِّ امْرِىءٍ مَا نَوَى
প্রতিটি আমল গ্রহণযোগ্য না অগ্রহণযোগ্য তা নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেক ব্যক্তির জন্য তাই রয়েছে যার সে নিয়ত করে। (বুখারী ও মুসলিম)
নিয়ত শব্দের আভিধানিক অর্থঃ ইচ্ছা, স্পৃহা, মনের দৃঢ় সংকল্প।
—————————–
আর শরীয়তের পরিভাষায়ঃ
আল্লাহর সন্তুষ্টি বিধানের ইচ্ছায় কোনও কাজের দিকে মনোনিবেশ করাকে নিয়ত বলে।
—————————–
নিয়ত সম্পর্কে ইমাম খাত্তাবী বলেন, তোমার মনের দ্বারা কোনও জিনিসের প্রতি লক্ষ্য আরোপ করা এবং নিজের দ্বারা এর বাস্তবায়নের ওপর জোর দেয়া।
—————————–
নিয়ত শব্দের অর্থ সম্পর্কে আল্লামা বায়যাভী বলেছেন যে, বর্তমান বা ভবিষ্যতের কোনও উপকার লাভ বা কোনও ক্ষতির প্রতিরোধের উদ্দেশ্যে অনুকূল কাজ করার জন্যে মনের উদ্যোগ উদ্বোধনকেই বলে নিয়ত।
—————————–
সংকলনেঃ কামরুল ইসলাম
এডমিনঃ রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ