পোষ্ট ৬২
বড়দের জন্য বদ-নজরের রুকইয়াহঃ
বদ-নজরের সেলফ রুকইয়াহ হিসেবে এই পদ্ধতি সাজেসটেড।
————————
রুকইয়াহ শুরু করার আগেই আপনার সাথে কোনো তাবিজ বা কবিরাজি কিছু থাকলে, নিচের লিংকে বলা নিয়মে তা নষ্ট করে, তাওবা করে রুকইয়াহ শুরু করবেন।
(যাদুর জিনিষ, কবিরাজী জিনিষ বা তাবিজ নষ্ট করার নিয়ম নিচের লিংকে পাবেন)
https://ruqyah-seba-bd.com/যাদু-নষ্ট-করার-নিয়ম/
———————–
রুকইয়াহ শুরু করার আগে নিচের নিয়তের লিংক অনুযায়ী ১ নং নিয়ত করে নিবেন।
রুকইয়ার_জন্য_কিভাবে_নিয়ত_করবেনঃ
https://www.facebook.com/ruqyah…/posts/238305107530887?
———————–
(ক) অডিও শুনবেনঃ
রুকইয়াহ অডিও ডাউনলোড লিংকঃ ruqyah-seba-bd.com/audio-d/ (সেখান থেকে “বদনজর Evil Eye (ডাউনলোড লিংকের ১ নং) অথবা Eye Hasad (ডাউনলোড লিংকের ২ নং) অডিও থেকে যে কোনটি শুনবেন, শোনার সময় নিয়ত রাখবেন, আমি বদনজরের জন্য রুকইয়াহ করছি।)
অডিও শোনার সময় অস্বস্থি বোধ, বিরক্তিবোধ হলেও শুনতে থাকবেন, ঘুম আসলে জেগে থাকতে চেষ্টা করবেন, আর একান্তই না পেরে ঘুমিয়ে গেলেও দুশ্চিন্তার কিছু নাই, সমস্যা সমাধান হলেই ভালো ফিল করতে থাকবেন ইনশাআল্লাহ! দুশ্চিন্তার কারণ নাই।
আর আপনি কয়েকবার মনোযোগ দিয়ে শোনার পরেও যদি কোনোই ইফেক্ট না বুঝতে পারেন, তাহলে আলহামদুলিল্লাহ্ আপনার কোনো সমস্যা নাই, আপনার যদি প্রবলেম থাকে তাহলে রুকইয়াহ শুনলে আপনি ফিজিক্যালি এর প্রভাব টের পাবেন। যেমনঃ প্রচণ্ড ঘুম আসবে, মাথাব্যথা করতে পারে, হাত-পা কামড়াতে পারে, হার্টবিট বেড়ে যেতে পারে, শরীর ঘামতে পারে, বেশি বেশি প্রসাব হতে পারে- ইত্যাদি ইত্যাদি।
—————————–
(খ)
একটা পাত্রে বা বালতিতে পরিমান মতো (মাথা হতে পা পর্যন্ত পুরো শরীর ভেজানো যায় এই পরিমান) পানি নিবেন, তারপর ওই পানিতে দুই হাত কব্জি পর্যন্ত পুরোপুরি ডুবিয়ে রাখবেন, এরপর পড়বেন –
১. “দরুদ শরিফ ৭ বার।,
২. সুরা ফাতিহা ৭ বার।
৩. আয়াতুল কুরসি ৭ বার।
৪. চারকুল(কাফিরুন, ইখলাস, ফালাক্ব, নাস) প্রতিটি ৭ বার করে।
৫. শেষে আবার দরুদ শরিফ ৭ বার পড়বেন ।
————————-
১. পড়ার পর হাত উঠাবেন এবং পানি দিয়ে গোসল করবেন, এগুলা পড়ে পানিতে ফু দিবেন না, এমনিই গোসল করবেন।
২. যদি টয়লেট আর গোসলখানা এক সাথে হয় তখন অবশ্যই পাত্রে বা বালতিতে পানি নিয়ে বাহিরে এনে পড়তে হবে (টয়লেট এর ভিতরে কিছুতেই কুরআনের আয়াত পড়া যাবে না)।
৩. কোনো দিন হাতে সময় কম থাকলে এসবের মধ্যে সুরা কাফিরুন বাদ দিতে পারেন, আর দরুদ শরিফ ৩ বার করে পড়তে পারেন।
৪. প্রথমে এই পানি দিয়ে গোসল করলেন, পরে অন্য পানি দিয়ে ভালো মতো গোসল করতে পারবেন এতে কোনো অসুবিধে নেই।
৫. যার সমস্যা সে যদি পড়তে না পারে, তাহলে অন্য কেউ পানিতে হাত রেখে পড়ে দিবে, এরপর গোসল করবেন।
—————————
১. প্রতিদিন ২বার করে রুকইয়ার অডিও শুনবেন।
২. উপরের নিয়ম অনুযায়ী রুকইয়ার গোসল করবেন।
৩. মাসনুন আমল করবেন প্রতিদিন।
(মাসনুন আমলের জন্য নিচের এই লিংক দেখুন)
—————————
সমস্যা অনুযায়ী,,,
সাধারণত ৩ থেকে ১০ দিন এই সাজেশন ফলো করবেন, সমস্যা বেশি মনে হলে ২১দিন পর্যন্ত করতে পারেন, সমস্যা কম হলে কখনো একদিনেও ভালো হয়ে যায়, তবে ভালো হওয়ার পরেও ২-৩ দিন করা উচিত।
———————————
সংকলনেঃ কামরুল ইসলাম
এডমিনঃ রুকইয়াহ সেবা প্রকল্প গ্রুপ
অনুপ্রেরণায়ঃ রুকইয়াহ সাপোর্ট গ্রুপ – Ruqyah Support BD