﷽
কিভাবে বুঝবেন আপনার নজর লেগেছে কিনা ?
পোষ্ট নং-২০ (রুকইয়াহ-নজর/০৪)
সুস্থতা লাভ করে সুখি ও সুন্দর জিবনের লক্ষ্যে রুকইয়াহ শারঈয়ার গুরুত্ব অপরিসীম
নজর বা হাসাদের কমন লক্ষণ সমূহঃ
যারা নিজেদেরকে অসুস্থ মনে করছেন, এমন কিছু রোগ বা সমস্যায় ভুগছেন কিন্তু কারন খুঁজে পাচ্ছেন না অথবা বুঝতে পারছেন না কিভাবে যাচাই করবেন আসলেই আপনার সমস্যা কি? আপনি বদ-নজর বা হাসাদে আক্রান্ত কিনা, তাদের জন্য এই পোষ্টটি খুব উপকারী হবে ইনশাআল্লাহ।
* নিচের লক্ষণগুলো মিলিয়ে দেখুন আপনার সাথে এখান থেকে কোন কোন লক্ষনগুলো মিলে ?
একজন অভিজ্ঞ আলেম(মুফতি জুনাইদ সাহেব)বদ-নজর লাগার অনেকগুলো আলামত বর্ণনা করেছিলেন, নিচে সেই আলামতগুলোসহ গুরুত্বপূর্ণ লক্ষণ সমূহ লিখা হলোঃ
(ক) শরীরে জ্বর থাকা, কিন্তু থার্মোমিটারে না উঠা।
(খ) কোনো কারণ ছাড়াই কান্না আসা..
(গ) প্রায় সময় কাজে মন না বসা, নামায যিকর ক্লাসে মন না বসা।
(ঘ) প্রায়শই শরীর দুর্বল থাকা, ক্ষুধামন্দা, বমি বমি ভাব, পেট ফাঁপা, লাগা।
(ঙ) চেহারা ধুসর/হলুদ হয়ে যাওয়া।
(চ) বুক ধড়পড় করা, দমবন্ধ হয়ে অস্বস্তি লাগা।
(ছ) অহেতুক মেজাজ বিগড়ে থাকা।
(জ) আত্মীয়-স্বজন বা বন্ধুবান্ধবদের সাথে দেখা হলেই ভালো না লাগা।
(ঝ) অতিরিক্ত চুল পড়া, শ্যাম্পুতে কাজ না করা।
(ঞ) পেটে প্রচুর গ্যাস হওয়া।
(ট) দীর্ঘদিন ধরে বিভিন্ন সব অসুখ লেগেই থাকা যা কোনো চিকিৎসাতেই ভালো হয় না।(সর্দিকাশি, মাথাব্যথা ইত্যাদি)
(ঠ) হাত-পায়ে মাঝেমধ্যেই ব্যাথা করা, পুরো শরীরে ব্যাথা দৌড়ে বেড়ানো।
(ড) ব্যবসায় ঝামেলা লেগে থাকা।
(ঢ) সংসারে অহেতুক অশান্তি লেগে থাকা।
(ণ) আপনি যে কাজে অভিজ্ঞ, সেই কাজ করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া।
* এসব লক্ষণ থেকে যদি ২/৩(দুই/তিনটা) মিলে যায় তাহলে আপনার রুকইয়াহ করা লাগবেনা, ফরজ ইবাদত এবং নিয়মিত সকাল-সন্ধ্যা এবং ঘুমানোর আগের মাসনুন আমল ও বেশি বেশি দোয়া করলেই যথেষ্ট হবে ইনশাআল্লাহ।
* যদি ৩ (তিন) টার বেশি লক্ষণ মিলে যায় তাহলে বুঝতে হবে আপনি বদ-নজর বা হাসাদের সমস্যায় আক্রান্ত সেক্ষেত্রে নজর বা হাসাদ থেকে মুক্ত হওয়ার জন্য রুকইয়াহ করতে হবে।
হে আল্লাহ্! আমাদেরকে সুস্থ ও নেক হায়াত দান করুন।
(সমাপ্ত)