পোষ্ট নং- (রুকইয়াহ-০১)
﷽
মানব জীবনে সমস্যা ও তার প্রতিকারঃ
রুকইয়াহ ও হিজামার প্রয়োজনীয়তাঃ
রুকইয়াহ ও হিজামা চিকিৎসা জরুরি কেনো ?
মানুষের জীবনে সুস্থতা-অসুস্থতা এবং সুখ-দুঃখের সম্পর্কঃ
একটা প্রবাদ বাক্য আছে যা আমাদের মুরব্বীদের থেকে শোনা “বান্দার শরীর গান্ধা” কথাটা একশত ভাগ খাঁটি এবং বাস্তবসম্মত! ধনী-গরীব, ছোট-বড়, শিশু থেকে বয়স্ক, নারী-পুরুষ, এশিয়ান-ইউরোপিয়ান-আমেরিকান-আরাবিয়ান-আফ্রিকান এমন কোনো মানুষ পৃথিবীতে পাওয়া যাবেনা, যাকে কোনো দিনই রোগ-বালাই বা বিপদ-আপদ আক্রমন করে নাই! আর তাই তো মানুষের জন্মের পর থেকেই সুস্থতা-অসুস্থতা এবং সুখ-দুঃখের সাথেই লড়াই করে জীবনের পথ পাড়ি দিতে হয়।
মানুষের শারীরিক, মানসিক ও মনস্তাত্বিক অধিকাংশ রোগই…
“বদ-নজর/যাদুটোনা কিংবা জ্বিন কর্তৃক পরোক্ষ বা প্রত্যক্ষ আক্রান্ত ” ইত্যাদি থেকে যেকোনো একটির প্রভাবে হয়ে থাকে, এজন্য ডাক্তারি চিকিৎসায় উন্নতি না হইলে তড়িৎ সিদ্ধান্ত নিয়ে নিন “রুকইয়াহ শারঈয়াহ” চিকিৎসার জন্য, রোগীর কেস/সমস্যা ডিটেইলস জানার পরে অভিজ্ঞ রাক্কী/এডমিন সমস্যাগুলো এনালাইসিস করে সমস্যার কারন কোনটি তা নির্ণয় করে সঠিক ট্রিটমেন্ট দিতে পারবেন ইনশাআল্লাহ।
যাবতীয় রোগ ও রোগের ধরনঃ
রোগের ধরণ ও চিকিৎসার প্রকৃতিঃ
ক) স্বাভাবিক ও কমন অসুস্থতাঃ ( ডাক্তারি চিকিৎসা এবং প্রয়োজনে “রুকইয়াহ শারঈয়াহ”)
খ) স্বাভাবিক কিন্তু ভয়ংকর অসুস্থতাঃ (“রুকইয়াহ শারঈয়াহ” এবং প্রয়োজনে ডাক্তারি চিকিৎসা )
গ) অস্বাভাবিক এবং ভয়ংকর অসুস্থতাঃ (অবশ্যই “রুকইয়াহ শারঈয়াহ” এবং প্রয়োজনে “হিজামা”)
নজর, যাদু, জ্বিনের আছরের সমস্যার কারনে রুকইয়াহ করা বিশেষ জরুরি হয়ে পড়ে।
এমন কিছু রোগ বা সমস্যা তুলে ধরা হলোঃ
প্যারানরমাল চিকিৎসা সংক্রান্ত আলোচনাঃ
ক) চিকিৎসার ক্ষেত্রে রুকইয়ার গুরুত্ব সবচেয়ে বেশি, প্যারানরমালের সাথে সাথে সাধারণ রোগের ট্রিটমেন্ট এর জন্যও রকইয়াহ খুবই উপকারি, বিশেষ করে ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এটা অত্যান্ত পছন্দনীয় ও গ্রহণযোগ্য চিকিৎসা পদ্ধতি, এজন্য “রুকইয়াহ শারঈয়াহ” চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে হলে দেখুনঃ
রুকইয়াহ চিকিৎসা কি ও কেনো করবেন ?
খ) চিকিৎসা জগতে “হিজামা” শিঙ্গা লাগানো/ কাপিং এটা খুবই কার্যকরী প্রাচীন চিকিৎসা পদ্ধতি, আমাদের ইসলাম ধর্মের অনুসারীদের কাছেও এটা অত্যান্ত গ্রহণযোগ্য, সেহেতু “হিজামা” চিকিৎসা পদ্ধতি সম্পর্কে জানতে হলে দেখুনঃ
আপনার রোগের চিকিৎসার বিস্তারিত জানতে এই লিংক দু’টি অবশ্যই পড়ুনঃ
ভন্ড-প্রতারক-যাদুকর থেকে সাবধান!
সংকলক সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন
ফেসবুক গ্রুপ এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন
ফেসবুক পেইজ এ প্রবেশ করতে এখানে ক্লিক করুন
আমাদের ইউটিউব চ্যানেল